সেনবাগের আলজাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসায় প্যারেন্টিং ও ছবক প্রদান অনুষ্ঠিত

রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)

নোয়াখালী সেনবাগের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আলজাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসায়
শিশু শিক্ষার্থীদের শিক্ষাগ্রহনে উদ্বুদ্ধকরণ, সার্বিক পরিচর্যা , শিক্ষাগ্রহনে মনোযোগী হওয়ার নানাবিধ কলাকৌশল প্রয়োগে অভিভাবকদের ভুমিকা শীর্ষক এক প্যারেন্টিং ও ২০ জন ছাত্রকে ছবক প্রদান অনুষ্ঠিত হয়। ২১ এপ্রিল রবিবার সকালে মাদ্রাসা অডিটোরিয়ামে মাদ্রাসার কো-অর্ডিনেটর মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে মোটিভেশনাল বক্তব্য পেশ করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা জাহিদুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী কোরআান তেলওয়াত ও ইসলামী সংগীত পরিবেশন করেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,সেনবাগ সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো: মাহমুদুল হক ফজলু, শুভপুর জামে মসজিদের খতিব মাওলানা মুজাহিদুল ইসলাম,সেনবাগ সিনিয়র মাদ্রাসার শিক্ষক মো: এয়াকুব ভুঞাঁ,সাংবাদিক ও সমাজসেবক আরিফুল ইসলাম, সাংবাদিক রফিকুল ইসলাম সুমনসহ অনেকেই। আলোচনা শেষে ২০ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআন শরীফের ছবক প্রদান করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
প্রিন্সিপাল মাওলানা জাহিদুল ইসলাম।পরবর্তীতে বিশেষ
দোয়া,মুনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।এসময় মাদ্রাসার শিক্ষক -শিক্ষার্থীসহ প্রায় শতাধিক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *