মহালছড়িতে মারমা উন্নয়ন সংসদ উদ্যোগে পানি খেলা ও নানা আয়োজনে সাংগ্রাইং অনুষ্ঠানে মঙ্গল কামনা

রিপন ওঝা, মহালছড়ি

খাগড়াছড়ি জেলার মহালছড়ি সদর ইউনিয়নের ২৫২নং মৌজার আওতাধীন এলাকায় আজ ২০এপ্রিল-২৪ শনিবার
জলকেলি বা জল উৎসব পালনসহ বর্ণাঢ্য আয়োজনে শেষ হয়েছে মারমা সম্প্রদায়ের সর্ববৃহৎ সামাজিক উৎসব সাংগ্রাই অনুষ্ঠানে উপস্থিত সকলে মঙ্গল কামনা করেন।

উক্ত জলকেলি বা জল উৎসব ও সাংস্কৃতিক প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মারমা উন্নয়ন সংসদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি হ্লাশিং মং চৌধুরী সভাপতিত্ব এবং সাধারণ সম্পাদক কংজরী মারমা সঞ্চালনা করেন এবং থলিপাড়ার অংম্রাং ক্লাবের উদ্যোগে ও মারমা উন্নয়ন সংসদের সহযোগিতায় সম্পন্ন হয়েছে।

মারমা গানের তালে তালে নৃত্য করতে করতে পাইনুচিং চৌধুরী বলেন, আজকের সাংগ্রাইং উপলক্ষ্যে পানিখেলায় খুব ভালো লাগছে। সবাই একই কালারের পোশাক পরেছি। বান্দবীসহ সকল বয়সের তরুন ও তরুনী একসাথে এখন নাচ করছি।
এছাড়াও পানি খেলা উৎসবে নানা বয়সের মানুষজন পানি খেলায় অংশ নিয়ে আনন্দে মেতে উঠে। মাঠে দুই সারিতে মুখোমুখি দাঁড়িয়ে একদল তরুণ- তরুণী পরস্পরের দিকে নৌকা হতে পানি ছিটান। পরে বাকি সবাইও তাতে যোগ দেন। স্প্রে, পানির বোতল কিংবা ওয়াটার গান ভেজান একে অপরকে। গ্রাম্য বিভিন্ন খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি হতে আগত জনপ্রিয় শিল্পীসহ স্থানীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে।

এবারের সাংগ্রাই উৎসবে নদীতে বুদ্ধ স্নান, সমবেত প্রার্থনা, পানি খেলা, পিঠা তৈরি, হাজার প্রদীপ প্রজ্বালন, বয়স্কদের পূজা এবং সম্প্রদায়গুলোর নিজস্ব ঐতিহ্যবাহী নৃত্য-গানসহ বৈসাবি ফুটবল টুর্নামেন্ট-২৪ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত জলকেলি বা জল উৎসব ও সাংস্কৃতিক প্রদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেজর মোঃ মেজবাহ উদ্দিন পিএসসি ও বিশেষ অতিথি হিসেবে লেফটেন্যান্ট শেখ আব্দুল্লাহ মারজুক, উপজেলা পরিষদ চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুইনুমং চৌধুরী, ২৫২নং মৌজার হেডম্যান কালাচান চৌধুরী, মহালছড়ি বাজার চৌধুরী মংসুইপ্রু চৌধুরী, ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সমাজসেবক ও ক্রীড়ানুরাগী সমর চাকমা, জেএসএস (এমএন লারমা) থানা কমিটির সভাপতি নীল রঞ্জন চাকমা, খ্যাংসাপাড়া নিবাসী বিশিষ্ট ব্যবসায়ি ঠিকাদার কংজরী মারমা, স্থানীয় জনতা ও গণমাধ্যম উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী পানি খেলার মধ্য দিয়ে শেষ হয় মারমাদের পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর এ উৎসব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *