বাবুগঞ্জে আদালতের আদেশকে অমান্য করে পাকা স্হাপনা তৈরি

কে এম সোয়েব জুয়েল,
বিশেষ প্রতিনিধি ঃ বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নে জাহাপুর গ্রামে মৃত আবদুল আজিজ চৌকিদারের পুত্র মোঃ আবুল কালাম আজাদের পৌত্রিক ও ক্রয়কৃত সম্পত্তিতে পাকা স্হাপনা তৈরি করছেন একই বাড়ির মৃত নুর মোহাম্মদ চৌকিদারের পুত্র ভূমিদস্যু কালাম ( কালুমিস্ত্রী) ।

এ ব্যাপারে আবুল কালাম বাবুগঞ্জ থানায় অভিযোগ করে কোন সুফল না পেয়ে অবশেষে বরিশাল বিজ্ঞ (বাবুগঞ্জ) সহকারি জজ দেওয়ানি আদালতে মামলা দায়ের করেন
ভুক্তভোগী মোঃ আবুল কালাম আজাদ। যার মামলা নং- ৪৩/২৪।

মামলা দায়েরে পরে বিজ্ঞ আদালত ২০ মার্চ প্রতিপক্ষদ্বয়কে ১৫ দিনের কারন দর্শানের নির্দেশ প্রদান করেন। বিবাদিগন বিজ্ঞ আদালতের কোন প্রকার কারন না দর্শাইয়া ভবন নির্মানের কাজ অব্যাহত রাখিলে বিজ্ঞ আদালত ১৭ এপ্রিল আবুল কালালামের ভোগদখলিয় বিএস ৩৪৯,৮০,১০৭৮,১০৭৯, খতিয়ানের ১১৫৫,১১৫৬, ১১৫৭ দাগের ভূমিতে স্ব-স্ব দখল অনুযায়ী বিজ্ঞ আদালত উভয় পক্ষকে স্হতী শিলতা বজায় রাখার নির্দেশ প্রদান করেন।

প্রতিপক্ষ ভূমিদস্যুরা আদালতের আদেশকে অমান্য করে তাদের খেয়াল খুশি মত ভবন নির্মানের কাজ অব্যত রাখেন। এ বিষয় প্রতিপক্ষ ভূমিদস্যুদের হাত থেকে প্ররিত্রান পেতে প্রসাশনের সার্বিক সহোযোগিতা কামনা করছেন ভুক্তভোগী আবুল কালাম ও তার পরিবারের লোকজন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *