উজিরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩

মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধি: ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার চায়না ক্যাম্প নামক স্থানে হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে সিএনজিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক সিএনজি যাত্রী নিহত হন।

এ সময় গুরুতর আহত হয় চালকসহ তিনজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ এপ্রিল শুক্রবার সকাল দশটায় উপজেলার সানুহার চায়না ক্যাম্প নামক স্থানে গৌরনদী থেকে বরিশালগামী সিএনজিকে একই দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বরিশাল সদরের গোরস্থান রোডের মো. নুরুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া রানা নিহত হন। এ সময় সিএনজি চালকসহ অপর দুই যাত্রী গুরুতর আহত হয়।

আহতরা হলেন, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নুরুল হক পেদার ছেলে জাহিদুল ইসলাম পেদা (৪৫) ও বরিশাল সদর উপজেলার গোরস্তান রোডের সালমান হাওলাদারের ছেলে মোস্তফা (৩০)। তবে সিএনজি চালকের পরিচয় জানা যায়নি।

উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *