আনন্দঘন পরিবেশে পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

নাজিম উদ্দিন রানা : লক্ষ্মীপুর পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্য দিয়ে বৃহস্পতিবার ১৮ এপ্রিল  সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

বিদ্যালয় সূত্রে জানা যায়, অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই ম্যানেজিং কমিটির নির্বাচনটি সম্পন্ন হয়। উক্ত নির্বাচনে অভিভাবক সদস্য পদে ০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, এদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন মহিলা প্রার্থী নির্বাচনে অংশ নেয়। এ নির্বাচনে ৪ জন পুরুষ ও ১ জন মহিলা প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন।

এদের মধ্যে মোঃ জহিরুল ইসলাম ২০৭
ভোট, মোঃ কামরুজ্জামান কামরুল ১৮৫ ভোট,মোঃ জসিম উদ্দিন ১৭১ ভোট, মৃত্যুঞ্জয় মজুমদার ১৩৭ ভোট, ও সংরক্ষিত নারী সদস্য পিয়ানুর বেগম ১৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর পৌর লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের ভোটার সংখ্যা মোট ৪৪২ জনের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩৫০জন ভোটার। ভোট গণনা শেষ হয় সন্ধ্যা ৬ টায় নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন লক্ষ্মীপুর সদর উপজেলার পল্লী উন্নয়ন কর্মকর্তা কর্মকর্তা মোঃ কামরুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌর ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রিয়াজ পাটোয়ারী রাজু ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,এসআই মোঃ ইলিয়াসহ তার টিম ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *