রফিকুল ইসলাম সুমন (নোয়াখালী)
নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামে পুকুরের পানিতে ডুবে শাহরিয়ার রহমান হামজা (৬) নামে এক শিশু মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৫এপ্রিল) আড়াইটার দিকে ওই গ্রামের বড় বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শাহরিয়ার রহমান হামজা (৬) কেশারপাড় আলী আহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ৩ সন্তানদের মধ্যে বড় ছেলে। সে স্থানীয় পরিকোট তাহমিদূল আলম নূরানি মাদ্রাসার শিশু শ্রেণীর ছাত্র।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর আড়াইটার দিকে পরিবারের সকল লোকজন মিলে খাবার খাওয়ার সময় নিহত শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে, পরিবারের সন্দেহ হলে তাৎক্ষণিক সবাই মিলে পুকুরের পানিতে খোঁজাখুঁজি করে তাঁর নিথর দেহ উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শিশুটির মৃত্যুতে পরিবারের চলছে শোকের মাতম।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য গাজী মনির হোসেন দুলাল। তিনি বলেন খবর পেয়ে সরজমিনে গিয়ে পরিবারের লোকজনের সাথে কথা বলে নিশ্চিত হই।এঘটনায় স্থানীয় ডমুরুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন কানন বলেন, আমি এঘটনায় অবগত আছি।

Leave a Reply