পাইকগাছায় মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত ; চালক আহত

পাইকগাছা খুলনা প্রতিনিধি।।
পাইকগাছায় ঈদের দ্বিতীয় দিনে মটরসাইকেলের ধাক্কায় রঘুনাথ মন্ডল (৫২) নামে এক বৃদ্ধর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকেল আনুঃ সাড়ে ৪টার দিকে লস্কর ইউপির খড়িয়া ঢেমসাখালীতে পাইকগাছা-গড়ইখালী সড়কের উপর এ দুর্ঘটনা ঘটে। নিহত রঘুনাথ ঢেমসাখালীর মৃতঃ বসন্ত মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শীরা ও পারিবারিক সুত্র বলছেন, রঘুনাথ ঘটনার পুর্ব বাড়ি থেকে রাস্তায় উঠছিলেন। এ সময় চালক সুমনের দ্রুত গতির বাইকের ধাক্কায় তার মাথা ও পায়ে গুরুতর আঘাত পেয়ে গুরুতর জখম হয়। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে তাকে খুলনা সিটি মেডিকেলে নেয়া হলে রাতে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃতঃ ঘোষনা করেন। তিনি স্ত্রীসহ ৩ কন্যা রেখে গেছেন। আহত বাইক চালক সুমন নামক কিশোরের বাড়ি চাঁদখালী ইউপি’র মৌখালীতে। তার গন্তব্য ছিল মামার বাড়ী খড়িয়া খালপার গ্রামে।
গাড়িটি আটক করেছে থানা পুলিশ । এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে ওসি ওবায়দুর রহমান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *