মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে মাডার মামলার ২ আসামিকে গ্রেফতার করেছেন থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো: কামাল হোসেন, পিপিএম এর নিদর্শনায় তদন্ত ওসি মিলন কুমার চ্যাটার্জীর তত্ত্বাবধানে এসআই আব্দুল মান্নান ও এসআই সৈয়দ মামুন সঙ্গীয় ফোর্স নিয়ে রাতভর শ্বাসরুদ্ধকর অভিযান চালিয়ে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলুদিয়া গ্রামের মৃত কাচু মিয়ার ছেলে নিহত আজিজুল ইসলাম হত্যার মূল হোতা একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে শহিদুল ইসলাম(৫০)ও তার স্ত্রী রশিদা বেগম(৪৫)কে গ্রেফতার করেন। পরে তাদের যথাযথ পুলিশ পাহারায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য- চলতি বছরের ২৫ মার্চ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শহিদুল গং আজিজুল ইসলামকে ছুরিকাঘাতে খুন করে।
এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, আমরা বাকী আসামিদেরও খুব শীঘ্রই আইনের আওতায় আনব। অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply