বিশেষ প্রতিনিধি।।
বরিশালের বানারীপাড়ার সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
১০ই এপ্রিল বুধবার উপজেলার সন্ধ্যা নদীর জম্বুদ্বীপ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে বানারীপাড়া থানার এসআই(নিঃ) মো. জাহিদ জানান।
মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ বছর বলে ধারণা পুলিশের। তার বিস্তারিত নাম-পরিচয় পাওয়া যায়নি।
এসআই বলেন, মৃত ব্যক্তির পরনে কালো রঙের গেঞ্জি ও কোমড়ে গামছা বাধা ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়।
“ধারণা করা হচ্ছে, ৪/৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। কোনো নৌযান থেকে নদীতে পড়ে তার মৃত্যু হতে পারে। ”
লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান এসআই জাহিদ।
তিনি আরো বলেন, বানারীপাড়া থানা এলাকায় নিখোঁজ রয়েছে, এখনো কোনো জিডি হয়নি; কেউ থানায় অবহিতও করেনি। তাই লাশের পরিচয় সনাক্ত করতে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হবে।

Leave a Reply