ঝিনাইদহে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ৩ গ্রামে ঈদ উদযাপন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে ৩ গ্রামে ঈদ উদযাপনসৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছেন ঝিনাইদহের হরিণাকুন্ডুর উপজেলার কয়েকটি গ্রামের মানুষ।বুধবার সকাল ৮টায় হরিণাকুন্ডু উপজেলা মোড়ের গোলাম হযরতের মিলচাতাল চত্বরে প্রথম ঈদের জামাত অনুষ্ঠিত হয়।এতে ইমামতি করেণ মাওলানা রেজাউল ইসলাম। এছাড়াও এদিন উপজেলার নিদ্যনন্দপুর ও ভালকী গ্রামেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মুসল্লি। এছাড়াও এদিন উপজেলার নিদ্যনন্দপুর ও ভালকী গ্রামেও ঈদ জামাত অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন বিভিন্ন এলাকার প্রায় শতাধিক মুসল্লি।ঈদ জামাতের আয়োজকরা জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে তারা কয়েক বছর ধরে ঈদ জামাতের আয়োজন করে থাকেন রাজশাহীর কাটাখালি এলাকা থেকে ঈদের নামাজ পড়তে আসা ওয়াজেদ বলেন,আমরা জানি চাঁদ উঠার উপর নির্ভর করেই রোজা রাখা এবং ঈদ উদযাপন করা হয়।
পৃথিবীর আকাশে চাঁদ দেখা গেছে,শুধু বাংলাদেশ ছাড়া সৌদি আরবসহ সকল মুসলিম দেশে আজ ঈদ উদযাপন করা হচ্ছে, একারণে আমি গতকালই এখানে আত্মীয়ের বাসায় আসছি ঈদের নামাজ পড়তে।ঈদ জামাতের সাধারণ সম্পাদক শাখায়াত হোসেন বলেন, দীর্ঘ ২১ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রাখা এবং ঈদের নামাজ আদায় করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি।আমরা নবী কারিম রাসুল (সা:) এর সুন্নাহ অনুসরণ করার জন্যই এই ঈদ জামাতের আয়োজন করা। এছাড়া ওআইসির নিয়মটাকে মান্য করি।ঈদ জামাতের ইমাম রেজাউল ইসলাম বলেন, আমরা প্রতি বছর পৃথিবীর আকাশে প্রথম চাঁদ দেখে ঈদের নামাজ আদায় করি।যা সৌদি আরবের সাথে মিলে যায়।তিনি বলেন, যদি কোন বিশ্বস্থ মুসলমান ভাই পৃথিবীর আকাশে নতুন চাঁদ দেখতে পাই তাহলে রোজা রাখতে হবে এবং একই নিয়মে ঈদের নামাজ আদায় করতে হবে।যেহেতু পৃথিবীর আকাশে নতুন চাঁদ দেখা গেছে এজন্য আজ ঈদ উদযাপন করা হয়েছে। হরিণাকুন্ডু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান,উপজেলার তিনটি জায়গায় সৌদি আরবের সাথে মিল রেখে কিছু মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।আইনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থে যেখানে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে সেখানে পুলিশ মোতায়েন করেছি

আতিকুর রহমান
ঝিনাইদহ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *