লিটন মাহমুদ, মুন্সীগঞ্জঃ
মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের অন্তর্গত সেরাজাবাদ গ্ৰামে কৃতি সন্তান হালদার গ্রুপের চেয়ারম্যান ও মু্ন্সীগঞ্জ জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাব্বির হাসান সাগর হালদার যশলং ইউনিয়নে হতদরিদ্র ৫ থেকে ৬শত পরিবারের মাঝে ঈদ বস্ত্র (শাড়ী, লুঙ্গি,থ্রী পিস, পাঞ্জাবি) ও নগদ অর্থ বিতরণ করেন।
হালদার গ্রুপের চেয়ারম্যান সাব্বির হাসান সাগর হালদার হালদার পরিবারের জন্ম গ্ৰহন করেন।
গত ১লা এপ্রিল রোজ সোমবার ঈদ বস্ত্র (শাড়ী, লুঙ্গি,থ্রী পিস, পাঞ্জাবি) ও নগদ অর্থ বিতরণে শেষ তিনি বাগিয়া বাজার ব্যবসায়ীদের সঙ্গে মাহে রমজানের শুভেচ্ছা বিনিময় করেন ।
পরিশেষে সাব্বির হাসান সাগর হালদার দিঘীরপাড় ফাঁড়ির চৌকিস পুলিশ ইন্সপেক্টর মোঃ শাহ-আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে
কিছুক্ষণ আলাপ আলোচনা করেন।

Leave a Reply