আআই এফই সি ব্যাংক খাগড়াছড়ি শাখা কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল

মোঃ শহীদ উল্যাহ।
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি।

অদ্য ২ এপ্রিল ২০২৪ আইএফ আইসি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে ব্যাংক হল রুমে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংক ব্যবস্হাপক জনাব শাহ মনির এর সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি মেয়র জনাব নির্মুলেন্দু চৌধুরী উপস্হিত ছিলেন। এছাড়াও মাদ্রাসা ছাত্র,রোজাদার ব্যক্তিবর্গ ছাড়া ও দিঘিনালা উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কাশেম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম জনাব দ্বীনময় রোয়াজা, জেলা পরিষদ এর নির্বাহীকর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, শিল্পী আবুল কাশেম, সপ্তসুর সঙ্গীত একাডেমিরপরিচালক জনাব অশ্রুবড়ুয়া রুপক, কবি গীতিকার ও খাগড়াছড়ি কালচারাল লাইজিয়ামের সভাপতি জনাব ইউসুফ আদনান, জনাব নিটুল মনি চাকমা,, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য সুধীজন অংশ গ্রহণ করেন। শাখা ব্যবস্হাপক জনাব শাহ মনির সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *