সুজানগরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

এম এ আলিম রিপন ঃ “সচেতনতা-স্বীকৃতি-মূল্যায়ন:শুধু বেঁচে থাকা থেকে সমৃদ্ধির পথে যাত্রা”প্রতিপাদ্যা বিষয়কে সামনে রেখে পাবনার সুজানগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে ১৭তম বিশ^ অটিজম সচেতনতা দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এক র‌্যালি বের হয়। র‌্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে বিশ^ অটিজম সচেতনতা দিবসের আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান,উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শামীম হোসেন,মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম ও দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি এম এ আলিম রিপন প্রমুখ।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *