দেশের উন্নয়নে একমাত্র শেখ হাসিনাকেই প্রয়োজন: নাছিম

আরিফুর রহমান,মাদারীপুর:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশে অভুতপূর্ব উন্নয়ন করেছে আওয়ামী লীগ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকায় দেশে এত উন্নয়ন হচ্ছে। তাই দেশের উন্নয়নে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই প্রয়োজন। সোমবার সকালে মাদারীপুর এমপির বাসভবনে জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়েকালে একথা বলেন।

এ সময় মাদারীপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, মাদারীপুর পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ,মাদারীপুর জেলার বিভিন্ন সংগঠনের সাংবাদিকসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *