তিতাস গ্যাসের এক হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন-২লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

হেলাল শেখঃ ঢাকার সাভারের আশুলিয়া থানার আওতাধীন ও গাজীপুর জেলার কাশিমপুরের বাগবাড়ী এলাকায় তিতাস কর্তৃপক্ষ অভিযান চালিয়ে প্রায় ১০০০ হাজার বাসা বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে।

মঙ্গলবার (২ এপ্রিল ২০২৪ইং) সকাল ১০টা থেকে দিনব্যাপী অভিযান চালিয়েছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ। আশুলিয়া ও কাশিমপুর সীমান্ত বাগবাড়ী ঈদগাঁ মাঠ এলাকায় এ অভিযান চালানো হয়েছে।

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপব্যবস্থাপক আবিবি (সাভার) প্রকৌশলী মোঃ আলাউদ্দিন। এসময় আশুলিয়া তিতাস গ্যাসের ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাৎ মোঃ সায়েম এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। প্রায় ৫০ জনের মতো শ্রমিক এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন কাজে অংশ নেন।

আশুলিয়া তিতাস গ্যাসের ব্যবস্থাপক (বিপণন) আবু সাদাত আবু সাদাৎ মোঃ সায়েম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আশুলিয়ার তিতাস অফিসের আওতাধীন, বাগবাড়ী কাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় ৬টি পয়েন্টে ১০০০ হাজার বাসা বাড়ির ৫ কিলোমিটার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একজন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্বারা দুইটি মামলায় দুইজনকে ২ লক্ষ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় তিনি আরো বলেন, গ্যাস সংশ্লিষ্ট আইনের যতগুলো ধারা আছে আমরা সবগুলো ধারায় ব্যবস্থা নিচ্ছি।

কি ধরণে পদক্ষেপ নিলে অবৈধ গ্যাস সংযোগ থামানো যাবে, জানতে চাইলে তিনি বলেন, গ্যাস আইন ২০১০, তিতাস গ্যাস বিপণন আইন ২০১৪ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করা যায়, তার সর্বোচ্চ আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তারপরেও আইনি দুর্বলতার সুযোগে এই গ্যাস ব্যবহারকারীরা বারবার অবৈধ সংযোগ দিচ্ছে। জনগণের ভেতরে যে, রাষ্ট্রীয় সম্পদ গ্যাস চুরি, বড় ধরনের অপরাধ জণজীবন ও জান মালের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, প্লাস্টিকের পাইপ দিয়ে অবৈধ সংযোগ নিয়েছে অনেকেই, এটা খুবই ঝুঁকিপূর্ণ, যেকোনো সময় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। কতজনের জান মালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থেকে যায়, এগুলো নিয়ে সাধারণ মানুষের সচেতনতা থাকা দরকার। এ ধরনের অপরাধ বারবার না করে, আমাদের কোম্পানির পক্ষ থেকে এই অবৈধ সংযোগ না দেয় , তার জন্য যত ধরনের পদক্ষেপ আছে আমরা নিবো।

এসময় আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া জোনাল অফিসের উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, সাভারের উপ ব্যবস্থাপক মোঃ আব্দুল মান্নান, আশুলিয়া অফিসের প্রকৌ. আসোয়াত হোসেন, উপ-সহকারী প্রকৌ. মো. সুমন আলীসহ আরো অনেকে। এ সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *