কে এম সোয়েব জুয়েল,
গৌরনদীতে এমবিবিএস নামধারি জাকির নামক এক চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ করেন গৌরনদীতে অবস্থানরত এক মহিলা এমবিবিএস চিকিৎসক।
অভিযোগে উল্লেখ করা হয়, মহিলা চিকিৎসক গৌরনদীর বিভিন্ন ক্লিনিকে দীর্ঘদিন ধরে চেম্বার করে আসছেন। তারই ধারাবাহিকতায় জাকির নামক এক চিকিৎসকের সাথে পরিচয় হয় তার। পরিচয়ের সুবাদে জাকির ফোন নাম্বার নিয়ে তিনি প্রায়ই ফোন করে নানান আলাপ জুরে দিত মহিলা চিকিৎসকের সাথে। এক পর্যায় জাকির মহিলা চিকিৎসকের সাথে ফোনে আলাপ করে দেখাও করেন। বিভিন্ন আলাপ আলোচনার মাঝে তাকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রস্তাব দেন জাকির।
মহিলা চিকিৎসককে প্রেমের বেড়াজালে আটকে ফেলে বিয়ের প্রস্তাবে রাজি করিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় নিয়ে একাধিকবার ধর্ষন করেন লম্পট জাকির এমন অভিযোগ করেন মহিলা চিকিৎসক।
এবং তার কাছ থেকে (মহিলা চিকিৎসকের) বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময় মোটা অংকের টাকা হাতিয়েও নেন লম্পট জাকির।
অভিযোগ সুত্রে জানাযায়, ডাক্তার জাকিরের প্রকৃত নাম আরিফুল ইসলাম আরিফ তিনি জাকির নামক অন্য একজন এমবিবিএস ডাক্তারের সার্টিফিকেট জালিয়াতি করে সেই নাম ব্যাবহার করে বিভিন্ন ক্লিনিকে চেম্বার করে রোগী দেখতেন বলে এমন অভিযোগ করেন মহিলা চিকিৎসক।
জাকির টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ইরতা (সহবতপুর) গ্রামের বাসিন্দা।
তার নিজ নাম গোপন করে গৌরনদীর বিভিন্ন ক্লিনিকে চেম্বার বসিয়ে রোগী দেখেতেন এবং ওই সুবাদে এলাকার বিভিন্ন নারীদের সাথেও প্রেমের সম্পর্কে গড়ে তুলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া সহ ওই সব নারীদের সাথে অবৈধ সম্পর্ক গড়তেন।
এক পর্যায়ে ধরা খেয়ে মোটা অংকের মাশুল দিতে হয় তাকে। যা বিভিন্ন খবরের কাগজে ছাপা হয়। ভুক্তভোগী মহিলা চিকিৎসক জাকিরকে খুজে বের করে প্রশাসনের সর্বমহলে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply