রংপুর জেলার মোবাইল কোর্টে
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এবং মিঠাপুকুর উপজেলা প্রশাসন এর যৌথ উদ্যোগে ০১.০৪.২০২৪ ইং তারিখে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী কেন্দ্রীয় সর্বজনীন মন্দিরের পাশে অবস্থিত মেসার্স ঘোষ স্টোর এর কারখানায় বর্ণফুল, ফুড ভিলেজ, মৌবন, নিউ ঢাকা ব্র্যান্ডের নকল লাচ্ছা সেমাই, এমটি পরাণ ম্যাংগো ফ্রুট ড্রিংক, চাকা সরিষার তেল, প্যারাসুট ও কলম্বো সুগন্ধি নারিকেল তেল, নকল মোল্লা সল্ট, বিপিএফ ইশাত ও ফাল্গুনী সুজি, পাচক মরিচ গুঁড়া, পাচক হলুদ গুঁড়া, কোয়ালিটি দধি, হরমো-ডি সঞ্জীবনী রসায়ন আয়ুর্বেদিক ঔষধ, ঝিলিক হর্স ফিলিংস হারবাল অরেঞ্জ ড্রিংকস, পাগলু সিকস এনার্জি ড্রিংকস ইত্যাদি পণ্য অবৈধভাবে উৎপাদন ও বিএসটিআইয়ের মান চিহ্নসহ বিক্রয়-বিতরণ করায় বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা জরিমানা এবং অনাদায়ে দুই মাসের কারাদন্ডাদেশ প্রদান করা হয় এবং অবৈধ মালামাল জব্দ করে ধ্বংস করা হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন মিঠাপুকুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ রুহুল আমিন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) জনাব খন্দকার মোঃ জামিনুর রহমান ও প্রকৌশলী মোঃ তাওহিদ আল-আমিন।
দিনাজপুর জেলার মোবাইল কোর্টে
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর, বিএসটিআই আ লিক কার্যালয়, দিনাজপুর ও উপজেলা প্রশাসন, ফুলবাড়ী, দিনাজপুর-এর সমন্বয়ে একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম নিম্নরুপঃ
০১) মেসার্স প্রত্যাশা এগ্রো ফুডস, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিষ্ঠানের বিস্কুট ও ব্রেড পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স না থাকার অপরাধে বিএসটিআই আইন-২০১৮’ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। ০২) মেসার্স শিখা ফুড প্রোডাক্টস, কাজী অফিস রোড, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিষ্ঠানের বিস্কুট পণ্যের বিএসটিআই সিএম লাইসেন্স না থাকার অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা সহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করে মামলা ০২টি নিষ্পত্তি করা হয়।
জনাব মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উপজেলা প্রশাসন, ফুলবাড়ী, দিনাজপুর -এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে বিএসটিআই আ লিক কার্যালয়, দিনাজপুর-এর কর্মকর্তা প্রকৌশলী ইশতিয়াক আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুরের কর্মকর্তা প্রকৌশলী প্রান্তজিত সরকার, পরিদর্শক (মেট্রোলজি) উপস্থিত ছিলেন।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply