তারাকান্দায় ওসি ওয়াজেদ আলীর মেধায় বালিখাঁর নারী খু*নের আসামী ২৪ ঘন্টায় গ্রেফতার

আরিফ রববানী-ময়মনসিংহ
ময়মনসিংহের তারাকান্দায় পাওনা টাকা চাওয়া কে কেন্দ্র করে অজুফা বেগম (২৮) নামে এক বিধবা নারীকে খুন হওয়ার ঘটনায় ২৪ঘন্টায় খুনী নুরুন্নবীকে গ্রেফতার করেছে তারাকান্দা থানা পুলিশ।

জানা গেছে, উপজেলার বালিখাঁ ইউনিয়নের বালিখাঁ পূর্ব মালি ডাংগা গ্রামের মৃত এনামুল হক ওরফে এনার স্ত্রী অজুফা বেগম (২৮) শুক্রবার সকালে ঘাস কাটতে মাঠে গিয়ে নিখোঁজ হয়। বাড়ির লোকজন খোঁজাখুজি কালে মাঠে এক ফিশারীর পুকুরে খুটির সাথে বাধা অবস্থায় লাশ দেখে পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।

তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী জানান, এ ঘটনা একই গ্রামের নুরুল ইসলামের পুত্র নুরুন্নবি ওরফে (৩০) নামে এক জনকে গ্রেফতার করা হয়েছে। সে প্রাথমিক জিজ্ঞাসা বাদে পুলিশ কে জানান, এই মহিলা তার নিকট ২০০০টাকা পায় ঘটনার দিন তাকে মাঠে একা পেয়ে পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে তর্কতর্কি হয়।

এক পর্যায়ে ওই নারীকে কারেন্টের ছেকাঁয় গুরুতর আহত করে ফিশারীর পুকুরে পানিতে ডুবিয়ে হত্যা করে খুঁটির সাথে বেধেঁ পালিয়ে যায়। এ বিষয়ে নিহত নারীর মা হাসনা আক্তার (৫৫) বাদি হয়ে অজ্ঞাত আসামী করে হত্যা মামলা দায়ের করে।

পুলিশ রাতেই তদন্তে নামে প্রধান আসামী নুরুন্নবীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। নিহত অজুফা বেগম বালিখাঁ গ্রামের মৃত ওয়াজেত আলীর মেয়ে। সে পিত্রালয়ে বসবাস করত।

এদিকে খুনের ঘটনায় অল্প সময়ের মাঝে আসামী গ্রেফতার করায় তারাকান্দা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নিহত অজুফা বেগমের পরিবার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *