জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার বিরামপুরে ঈদগাহ মাঠ এঁর ঢালাই কাজের শুভ উদ্বোধন এবং নির্মাণ কাজের জন্য নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
সোমবার দুপুরে পৌর শহরের শান্তিনগর ঈদগাহ মাঠের ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. শিবলী সাদিক।
এসময় সংসদ সদস্য শিবলী সাদিক ঈদগাহ মাঠের উন্নয়নের জন্য কমিটির সভাপতি, সম্পাদকের হাতে ব্যক্তিগত তহবিল হতে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন এবং পরবর্তীতে ঈদগাহ মাঠের উন্নয়নকল্পে আরও সহযোগীতা করবেন বলে কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।
শান্তিনগর ঈদগাহ মাঠ কমিটির আয়োজনে, উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেয়র আককাস আলী, ওসি সুব্রত কুমার সরকার, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যথাক্রমে আব্দুর রাজ্জাক মাস্টার, প্রভাষক সেলিম রানা, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আ’লীগ নেতা আলহাজ্ব মতিউর রহমান, সাবেক কাউন্সিলর ও আ’লীগ নেতা আনোয়ার হোসেন, ওয়ার্ড কাউন্সিলর নূর ইসলাম, স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সংসদ সদস্যর সফরসঙ্গী, ঈদগাহ কমিটি ও অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মো. জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।

Leave a Reply