পটিয়া প্রতিনিধি।। এনজিও সংস্থা হীড বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের উদ্যােগে ২২৮ মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে।
৩০ মার্চ (শনিবার) সকালে পটিয়ায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ বৃত্তি প্রদান করা হয়। হীড বাংলাদেশের আয়োজনে মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি এবং ২০২৩ সালের এস এসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে এ উপবৃত্তি প্রদান করা হয়।
হীড বাংলাদেশের নিবার্হী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন ভূঞা জনি।
এসময় চট্টগ্রাম অঞ্চল ও আঞ্চলিক হিসাবরক্ষক অসিত কুন্দার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হীড বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক অনিল চন্দ্র দত্ত, শাখা ব্যবস্থাপক তারেক রহমান চৌধুরী, নির্মল সুশীল, মোঃ বেলাল হোসেন, মোঃ হায়দার আলী, রবীন্দ্রনাথ রায়, হুমায়ুন কবির আব্দুস সালাম প্রমূখ।

Leave a Reply