একটি মানবিক সাহায্যের আবেদন- ইয়ামিন বাঁচাতে সাহায্য করুন

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের নলচিড়া এলাকার বাসিন্দা মোঃ উজ্জ্বল ইসলামের দ্বিতীয় ছেলে ইয়ামিন। বয়স ১৭মাস। জন্মগতভাবেই হ্রদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জীবনের সাথে পাঞ্জা লড়ছে। তাকে বাঁচাতে হলে তার হার্ট অপারেশন করতে হবে। এজন্য ভারতে চিকিৎসার খরচ হবে প্রায় ৬,০০,০০০/= (৬ লক্ষ) টাকা, যা ইয়ামিনের বাবা শ্রমিক উজ্জল বা পরিবারের পক্ষে যোগাড় করা একেবারেই সম্ভব নয়।

জানা যায়, ইয়ামিন তার পরিবারের দ্বিতীয় পুত্র। গরীব খেটে খাওয়া শ্রমিক বাবা উজ্জ্বল , সে তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি। টাকার অভাবে ইয়ামিন ক্রমশ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। ৬ লক্ষ টাকা যোগার হলে তবেই ইয়ামিনের অপারেশন করতে তাকে নিয়ে ভারতে যাবে তার পরিবারবর্গ।

মাহে রমজান উপলক্ষে অনেকে দান ও ফিতরা বিতরণ করে থাকেন। অপনাদের একটুখানি সহায়তাই কেবল পারে ইয়ামিনকে দ্বিতীয় জীবন উপহার দিতে। আর তাই ইয়ামিনের পরিবারের লোকজন এখন নিরুপায় হয়ে সমাজের বিত্তশালীদের কাছে সাহায্যের জন্য আবেদন করছেন।

সাহায্য পাঠাবার ঠিকানা : হিসাব নং- 0935010011193 রুপালী ব্যাংক, ফাতেমা নগর শাখা ত্রিশাল ময়মনসিংহ, অথবা সরাসরি যোগাযোগ করতে ফোন করুন 01707265965 (বিকাশ-নগদ) নম্বরে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *