সুজানগরে এস এস সি ১৯৮৮ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

এম এ আলিম রিপনঃ “এসো মিলি প্রাণের টানে” স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুজানগর পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি ১৯৮৮ ব্যাচের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সুজানগর পৌরসভার হলরুমে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসএসসি ১৯৮৮ ব্যাচের বন্ধু ও সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজার সভাপতিত্বে এবং বিশিষ্ট ব্যবসায়ী ও এসএসসি ১৯৮৮ ব্যাচের বন্ধু আব্দুস সালামের স ালনায় এসএসসি ১৯৮৮ ব্যাচের বন্ধু মহলের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব প্রাং, আব্দুল আলিম, টুটুল,শওকত,রকিবরানা, রুবেল, পলাশ, মুন, মাসুদ,ওবায়দুল, স্বপন বিশ^াস, কাশেম, মোশারফ হোসেন বাদশা, সুলতান, ময়নুল, খোকন, মামুন ও রাজ্জাক প্রমুখ। এ সময় তারা তাদের বক্তব্যে বলেন, জীবন চলার পথে প্রত্যেকের জীবনে বন্ধু নামটি বিশ^াসী ও মজবুত একটি সম্পর্কের সৃষ্টি করে। যে সম্পর্ক কখনো লাভ অথবা ক্ষতির ভাবনায় গড়ে উঠে না। কিছু কিছু সময় আমাদের সামনে হাজির হয়ে যায়, যে সময়টা যেখানে বন্ধুর গুরুত্ব অপরিসীম। যার কাছে মনের সব লুকানো কথা আস্থা ও বিশ^াসের সঙ্গে খুলে বলা যায়। সহযোগিতার হাত বাড়িয়ে টেনে তোলা হয় বিপৎসীমা থেকে নিরাপদ স্থানে। ভুল সিন্ধান্তের অন্ধকার থেকে ফিরিয়ে আলোকিত পথের সন্ধান দেখায়। আত্মার সঙ্গে আত্মার শক্তিশালী বন্ধন হলো বন্ধু। বন্ধুত্বের কোন বয়স নেই পারিপাশির্^ক অবস্থা, সততা, সহমর্মিতা সহযোগিতা,সমবেদনা,মনের অনুভূতি প্রকাশ,ভয়কে জয় করার নির্ভরশীল সঙ্গী হলো বন্ধু। বর্তমানের ন্যায় আগামীতেও যেন বন্ধুত্বের এই অটুট বন্ধন ধরে রেখে সামনের দিকে আরও এগিয়ে যেতে পারে সেই জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়। পরে এসএসসি ১৯৮৮ ব্যাচের যে সকল বন্ধু প্রয়াত হয়েছেন সেই সকল বন্ধুদের রুহের মাগফিরাত কামনা করে এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া দোয়া পরিচালানা করেন মোঃসুলতান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এস এসসি ১৯৮৮ ব্যাচের বন্ধু রেজাউল করিম রেজা,আব্দুস সালাম,ইয়াকুব প্রাং,আব্দুল আলিম ও মাসুদ প্রমুখ।

এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *