সাংবাদিক রবিউল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য মোঃ রবিউল ইসলামের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহম্মেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, দপ্তর সম্পাদক ¯েœহেন্দু বিকাশ, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দিন সোহাগ, বি সরকার, আলাউদ্দীন রাজা, এমআর মন্টু, নজরুল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক বুলি, কৃষ্ণ রায়, পূর্ণচন্দ্র মন্ডল, এফএম বদিউর জামান, আশরাফুল ইসলাম সবুজ, ইমদাদুল হক, শাহরিয়ার কবির, শাহজামান বাদশা, খোরশেদ আলম ও উজ্জ্বল দাশ। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক আবুল হাশেম। উল্লেখ্য, প্রেসক্লাবের সিনিয়র এ সদস্য ২৬ মার্চ মঙ্গলবার সকাল ৮টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই দিন তার মৃতদেহ প্রেসক্লাবে নেওয়া হয় এবং প্রেসক্লাবের সাংবাদিকরা তাকে শেষ শ্রদ্ধা জানান। এরপর বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে জানাযা শেষে বাসভবন সংলগ্ন পৌর সদরস্থ সরকারি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

ইমদাদুল হক,
পাইকগাছা, খুলনা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *