বাবুগঞ্জ প্রতিনিধিঃ মোঃ মহিউদ্দিন খাঁন রানা
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বাঙালি জাতির সবচেয়ে গৌরবের দিন, পরাধীনতার শৃঙ্খল ভেঙে মাথা উঁচু করে দাঁড়ানোর দিন। দীর্ঘ পরাধীনতার শৃঙ্খল ভেঙে ১৯৭১ সালের এই দিনে বিশ্বের মাঝে স্বাধীন রাষ্ট্র গঠনের লক্ষ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয় তাই আজ উৎসবমুখো পরিবেশে বাবুগঞ্জ উপজেলায় পায়রা উড়িয়ে এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, প্রধান অতিথি বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব কাজী এমদাদুল হক দুলাল,
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব শাকিলা রহমান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সরদার মোঃ খালেদ হোসেন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ আখতারুজ্জামান মিলন, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এই এম মাসুদ আলম, বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ
জনার এসএম মাকসুদর রহমান,
জনাব ইকবাল আহমেদ আজাদ, ভাইস চেয়ারম্যান, উপজেলাপরিষদ, বাবুগঞ্জd, জনাব ফারজানা বিনতে ওহাব, মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলাপরিষদ, বাবুগঞ্জ, ওয়ার্কার্স পার্টির বাবুগঞ্জ উপজেলার শাখার সাধারণ সম্পাদক মোঃ সাহিন খান, জাতীয় পার্টির ৬নং মাধবপাশা ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ সিদ্দিকুর রহমান, চাঁদপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ দেলোয়ার ঢালী, কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নূরে আলম বেপারী, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা বৃন্দরা ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সহ সকল নেতাকর্মীরা।
বাবুগঞ্জে উৎসবমুখ পরিবেশে মহান স্বাধীনতা দিবস পালিত

Leave a Reply