টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি মুকুল, আফজাল সাধারণ সম্পাদক

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের “টুঙ্গিপাড়া প্রেসক্লাবের”(একাংশ) ২০২৪-২৬ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে সওকত হোসেন মুকুল (দৈনিক যায় যায় দিন)এবং সাধারণ সম্পাদক পদে পুনরায় এম.ডি আফজাল হোসেন( দৈনিক খবর পত্র) নির্বাচিত হন।

বুধবার সন্ধ্যায় জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নারে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ২৩ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

কমিটির সিনিয়র সহ-সভাপতি হলেন মো: রুবেল শেখ (দৈনিক প্রবাহ), আব্দুল হাকিম( দৈনিক অপরাধ তথ্যচিত্র) অহিদুজ্জামান শেখ (দৈনিক অর্থনীতির পাতা), মোঃ মান্না মোল্লা (দৈনিক বাংলার সংকেত)যুগ্ম সাধারণ সম্পাদক ডা.মনিরুল ইসলাম (দৈনিক দিনের আলো), মোঃ জসিম মুন্সি(দৈনিক ভোরের চেতনা) মোঃ জয়নাল হোসেন (আলোকিত নিউজ) সাংগঠনিক সম্পাদক মোঃ ইউসুব আলী শেখ (দৈনিক গনতদন্ত) মহিলা বিষয়ক সম্পাদিকা জেসমিন আক্তার (দৈনিক একাত্তরের বাণী)কোষাধ্যক্ষ শ্রী সমেশ বৈরাগী (দৈনিক ভোরের পাতা), ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রফুল্ল কুমার বিশ্বাস (দৈনিক প্রবাহ) প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম শরিফুল ইসলাম (দ্বিগবিজয়) নির্বাহী সদস্য শেখ ইসলাম সজল(দৈনিক একাত্তরের বাংলাদেশ) সাধারণ সদস্য আশরাফ আলী বিশ্বাস মাসুম(দৈনিক প্রভাত খবর) সাধারণ সদস্য হাবিবুল্লাহ খান(দৈনিক খুলনা অঞ্চল) সাধারণ সদস্য দিলীপ মন্ডল (বিবিসি বাংলা টিভি) সাধারণ সদস্য রমজান শেখ (সকলের বার্তা) সাধারণ সদস্য আকাশ শেখ (সকলের বার্তা) সাধারণ সদস্য ইসমাইল হোসেন (দৈনিক প্রভাত খবর) সাধারণ সদস্য লুবনা আক্তার সাকিলা(দৈনিক দেশকাল) সাধারণ সদস্য শাহানারা আক্তার রুমা (আজকের বাংলাদেশ)।

উল্লেখ্য এর আগে সভাপতি ছিলেন, বিএম গোলাম কাদের এবং সাধারণ সম্পাদক এমডি আফজাল হোসেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *