সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান ২৬ মার্চ ও জাতীয় স্বাধীনতা দিবস উদযাপন

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে ৩১ বার তোপধ্বনি, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, খেলাধুলা ও পুরস্কার বিতরণ, হাসপাতাল ও এতিমখানায় খাবার পরিবেশন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও বিশেষ প্রার্থনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম, মুক্তিযোদ্ধা সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বাবলু মিয়া প্রমূখ। এর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করে মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড বাবলু মিয়া ও স্বাংস্কৃতিক ব্যক্তিত্ব জয়ন্ত সরকার। অপরদিকে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগ সভাপতি মিসেস আফরুজা বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, আ”লীগ নেতা সাবেক মেয়র আব্দুল্লাহ আল মামুন, দহবন্দ ইউপি চেয়ারম্যান রেজাউল আলম সরকার রেজা, খয়বর হোসেন মওলা প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *