আলোকসজ্জায় সেজেছে সাভারে জাতীয় স্মৃতিসৌধ

হেলাল শেখঃ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। দিবসটি পালনে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এরই মধ্যে প্রস্তুত হয়েছে। এ উপলক্ষে স্মৃতিসৌধের আশপাশের পুরো এলাকা বর্ণিল সাজে সাজানো হয়েছে। দিবসটিকে ঘিরে লাল, নীল, সবুজ, হলুদসহ নানা রঙের বাতি শোভা পাচ্ছে স্মৃতিসৌধে।

প্রতি বছরই স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে এমন আলোকসজ্জা করে থাকে সাভার জাতীয় স্মৃতিসৌধের দায়িত্বে থাকা গণপূর্ত বিভাগ।

বিশেষ করে পরিষ্কার ও পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধনের কাজের জন্য কয়েক দিন আগে থেকেই জাতীয় স্মৃতিসৌধে দর্শনার্থীদের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়।

মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার আগমণ উপলক্ষে পুরো স্মৃতিসৌধ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. আবদুল্লাহিল কাফী বলেন, ‘২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে কয়েক স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এইদিন মাননীয় প্রধানমন্ত্রী ও মহামান্য রাষ্ট্রপতি এবং ভুটানের রাজা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। এই মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।’

গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও ভুটানের রাজার আগমন উপলক্ষে পুরোপুরি প্রস্তুত রয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *