এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে বিদ্যালয়ের অফিস রুমে মোছাঃ মনোয়ারা খাতুন নামে এক শিক্ষিকাকে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) মো. শফিকুল ইসলাম(শফি সরদারের) বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি জালাল উদ্দিন সোমবার যুগান্তরকে বলেন, মামলার ভিত্তিতে আসামীকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। মামলা সূত্রে জানাযায়, উত্যক্তের প্রতিবাদ করায় এবং বিদ্যালয়ের অফিস কক্ষে চেয়ারে বসা কে কেন্দ্র করে উপজেলার দুলাই ইউনিয়নের চিনাখড়া উচ্চ বিদ্যালয় ও কলেজে রবিবার ২৪ মার্চ সকাল ১০ টার দিকে ওই বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান বিষয়ের শিক্ষিকা মনোয়ারা খাতুনকে পিটিয়ে গুরুতর জখম করে একই বিদ্যালয়ের একই বিদ্যালয়ের (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) বিষয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল ইসলাম। সে উপজেলার দুলাই ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের আবু জাফর সরদারের ছেলে। পরে স্থানীয়রা আহত শিক্ষিকাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক শফিকুল নিজেকে নির্দোষ দাবি করে বলেন ওই শিক্ষিকাই তাকে প্রথমে আঘাত করে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি সুখময় সরকার বলেন,থানায় মামলার পাশাপাশি ঘটনার সঠিক কারণ জানার জন্য উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনকে প্রধান করে একটি তদন্ত কমিটি করে দেয়া হয়েছে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Leave a Reply