গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ১জন নিহত

মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে ১জন নিহত ও ২ জন আহতের ঘটনা ঘটেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ০৮ নং ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলুদিয়া গ্রামের মৃত কাচু মিয়ার ছেলে আজিজুল ইসলাম (৫৩) এর সাথে একই গ্রামের মৃত মসলিম ক্বারীর ছেলে গোলাম ফারুক মিয়া(২৮), জহুরুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (৪০), মৃত আব্দুল মিয়ার ছেলে মোঃ সিদ্দিক মিয়া (৩৭) এর দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে সোমবার (২৫/০৩/২৪ ইং) আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় আজিজল ইসলাম নিজ বাড়িতে কাজ করতে ছিলেন। এসময় গোলাম ফারুক ও তার লোকজন এসে আজিজুল ইসলামকে চিৎকার করে মারামারি করার জন্য ডাকাডাকি করিলে আজিজুল ইসলামও তার লোকজন এগিয়ে যায়। এতে প্রতিপক্ষ গোলাম ফারুকগং আজিজুলের মাথা,শরীর,পাছা ও পায়ের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করলে সে গুরুতর আঘাত পেয়ে মাটিতে পড়ে যান। সেই সাথে মৃত আব্দুল আজিজের ছেলে সোহেল মিয়া (৩০) ও নিহতের একমাত্র ছেলেও আহত হন। পরে স্থানীয়রা চিৎকার ও চেঁচামেচি শুনে ছুটে তাদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এসময় তাৎক্ষণিকভাবে কর্তব্যরত চিকিৎসক আজিজুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। বর্তমানে থানা এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। পাশাপাশি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

এব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, এঘটনায় ২জনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান চলছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *