এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: রবিবার ২৪ মার্চ সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়িত উপজেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা মাধ্যমিক কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, সাংবাদিক এস মিজানুল ইসলাম, চাখার সরকারি ফজলুল হক কলেজ শিক্ষক সুমন মন্ডল, উজিরপুরের পাপিয়া ইয়াসমিন, বানারীপাড়া বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাছুদা আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য, গণিত ও কম্পিউটার, দৈনন্দিন বিজ্ঞান এবং বিশেষ চাহিদা সম্পন্ন(অটিজম) বিষয়ে চারটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৪ টি বিভাগের ১২ জনকে পুরস্কার বিতরণ করা হবে বলে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জানান।#

Leave a Reply