ভালুকায় এসআই কালামের অভিযানে বিদ্যুতের তার চোর চক্রের ২ সদস্য আটক

আরিফ রববানী ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকা মডেল থানা পুলিশের সাব ইন্সপেক্টর এসআই আবুল কালাম আজাদ এর নেতৃত্বে অভিযান চালিয়ে ট্রান্সফরমার, ফ্যাক্টরির জেনারেটর ও বিদ্যুতের তার চোর চক্রের ২ সক্রিয় সদস্যকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ।

শনিবার (২৩শে মার্চ) সকালে এই তথ্য জানায় থানা পুলিশ। পুলিশ জানায়-শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠালী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার লালচাঁন বাবু (২৬) ও ইব্রাহিম (২২) নামে দুই সদস্যকে আটক করে পুলিশ।

জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞার দিক নির্দেশনায় ভালুকা মডেল থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালিত করে আসছে ভালুকা মডেল থানা পুলিশ। সেই ধারাবাহিকতায় ওসি শাহ কামাল আকন্দের নির্দেশনা মোতাবেক ভালুকা মডেল থানার এস আই আবুল কালাম আজাদের নেতৃত্বে এস আই নুর কাশেম, এস আই মঞ্জুরুল, এ এস আই রিপন ওই অভিযান পরিচালনা করে ভালুকা মডেল থানা পুলিশ।
এসময় বিপুল পরিমাণ তার ও চুরির কাজে ব্যবহৃত যন্ত্রাংশ জব্দ করা হয়।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, এই চক্রটি দীর্ঘদিন ধরেই উপজেলায় বিদ্যুতের ট্রান্সফরমার, বন্ধ ফ্যাক্টরির জেনারেটর ও বিদ্যুতের তার চুরি করে আসছে। আটককৃতদের নিয়মিত মামলায় কোর্টে চালান দেয়া হচ্ছে, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

ভালুকা মডেল থানার এস আই আবুল কালাম আজাদ জানান-এই দীর্ঘদিন ধরে এই চোর চক্রের সদস্যরা ময়মনসিংহ বিভিন্ন এলাকায় ট্রান্সফর্মার চুরি দোকান ঘর চুরি বিভিন্ন ফ্যাক্টরির তামার তার চুরি করে আসছিল। তাদের গ্রেফতারে অনেক চেষ্টা করে অবশেষে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয়ের দিকনির্দেশনা আমি এস আই আবুল কালাম আজাদ এস আই নূর কাশেম এসআই মনজুরুল এএসআই রিপন মিয়া সহ অভিযান চালিয়ে এই চোর চক্রের সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এসময় তাদের কাছ থেকে কার্টার রশি সেলাই রেঞ্জ এবং বিপুল পরিমাণ তামার তার উদ্ধার করা হয়েছে। তিনি জানান ওসি স্যারের নির্দেশনা মোতাবেক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *