নিজস্ব প্রতিবেদক – দেশে উপজেলা পরিষদ নির্বাচন এবার চার ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম ধাপে ১৫২টি উপজেলা পরিষদ যা আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে দ্বিতীয় ধাপের ভোট ২৩ মে তৃতীয় ধাপের ২৯ মে ও এবং চতুর্থ ধাপে ৫ জুন উপজেলা পরিষদ নির্বাচন হবে।
এসব উপজেলায় চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে ষষ্ঠ উপজেলা পরিষদের এ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
আর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে বানারীপাড়ায় হতে যাচ্ছে জমজমাট লড়াই। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান পদে আলহাজ্ব গোলাম ফারুক নির্বাচিত হওয়ার পর এ পর্যন্ত তিনিই সরকার দলের মনোনয়ন প্রাপ্ত হয়ে বিজয়ী হয়ে আসছেন। তিনি এ পর্যন্ত তিনবার ও একবার উপ নির্বাচন নিয়ে মোট চার বার বিজয়ী হয়েছেন। বর্তমানে বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছেন।
তৃতীয় চতুর্থ ও পঞ্চম উপজেলা পরিষদের সাধারণ নির্বাচনে শক্ত কোন প্রার্থীর মুখোমুখি না হলেও এবার ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে বেশ শক্ত প্রার্থীর মুখোমুখি হতে যাচ্ছেন গোলাম ফারুক।
এদিকে গোলাম ফারুকের মূল প্রতিদ্বন্দী তারই দলীয় বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা। যার আওয়ামী রাজনীতিতে রয়েছে বর্নাঢ্য কর্ম জীবন। মাওলাদ হোসেন সানা তিনি এক সময়ে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য ছিলেন। তিনি তৃতীয় উপজেলা পরিষদ সাধারন নির্বাচনে বিপুল ভোটে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।পরবর্তীতে তিনি জেলা পরিষদ নির্বাচনেও বিপুল ভোটে সদস্য পদে নির্বাচিত হয়েছেন। এছাড়াও তিনি সুনামের সহিত আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছেন। তবে এবার তিনি আটঘাট বেধেঁ মাঠে নেমেছেন। দলীয় কর্মীদের একটি বিশাল অংশ তার পক্ষে মাঠে কাজ করছে। এছাড়াও বিভিন্ন দিক বিবেচনা করলে দেখা যায় তিনি বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন।
অন্যদিকে গোলাম ফারুক এলাকায় দানশীল হিসেবে পরিচিতি রয়েছে তার এছাড়াও ভোটের অংকে বিশাল একটা অংশ রয়েছে তার,তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হওয়ায় তিনিও রয়েছেন বেশ ভালো অবস্থানে।
সর্বদিক পর্যালোচনা করলে বলা যায় আলহাজ্ব গোলাম ফারুক ও আলহাজ্ব মাওলাদ হোসেন সানা যদি দুজনই নির্বাচনে অংশ গ্রহন করে তাহলে লড়াই হবে জমজমাট তাতে কোন সন্দেহ নেই। তবে কে নির্বাচিত হবে সেটা নির্বাচনের পরই বলা যাবে। সব মিলিয়ে বলা যায় বানারীপাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারন নির্বাচন হতে চলছে হাড্ডাহাড্ডি।
উল্লেখ্য বাংলাদেশ আওয়ামী লীগ যদি দলীয় মনোনয়ন দেয় ও বিএনপি যদি নির্বাচনে আসে তাহলে সম্ভাব্য হিসাব অন্যরকম হতে পারে।

Leave a Reply