আজিজুল ইসলামঃ যশোরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে সবজি বিক্রেতার সাড়ে ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে ৭ জন ভুয়া ডিবি সদস্যকে আটক করেছে পুলিশ।
বুধবার (২০ মার্চ) রাতে যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ছিনতাই করার ২ লাখ ৫০ হাজার টাকা জব্দ করতে সক্ষম হয় পুলিশ।
আটককৃতরা হলেন— ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার তেঘুরিহুদা গাজীর বাজার গ্রামের আবুল কাশেমের ছেলে হারুন অর রশিদ (৩৩), শার্শার টেংরাইল মাঝেরপাড়া গ্রামের সেকেন্দার আলী ছেলে হাসান (২৪), চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামের মৃত হোসেন মোহাম্মদের গফফারের ছেলে ইসতিয়াক আহম্মেদ (২৪), যশোর সদর উপজেলার খড়কি বর্মন পাড়া এলাকার হানিফের ছেলে রাশেদ হাওলাদার (২৮), শার্শা নাভারণ রেল বাজার এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে সোহেল আহম্মেদ বাবু (৩২), একই উপজেলার গোগা গাজিপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে উজ্জল হোসেন (৩০) ও বেনাপোল পুটখালী এলাকার নুরুল আমিনের ছেলে হাফিজুর রহমান (৩২)।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১৬ মার্চ রাতে যশোরে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে আসামিরা সবজি বিক্রেতা সোহাগ ও হাবিবুর রহমানকে অপহরণ করে। পরে তারা তাদের কাছ থেকে ৪ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে কেশবপুরের একটি মাঠের মধ্যে ফেলে রেখে যায়। ওই দুই সবজি বিক্রেতা ঘটনার পরের দিন যশোর পুলিশের শরণাপন্ন হলে যশোর গোয়েন্দা ডিবি পুলিশের সদস্যরা সিসিটিভি ফুটেজ দেখে অপহরণকারীদেরকে শনাক্ত করে।
তিনি আরো জানান,আটককৃতরা সবাই অপহরণকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীদের অপহরণ করে তাদের কাছ থেকে টাকাসহ মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল।
আটককৃতদের আদালতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

Leave a Reply