হেলাল শেখঃ ঢাকা জেলা ডিবি পুলিশ কর্তৃক ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ তিনজন কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মঙ্গলবার ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার,জনাব মোঃ আসাদুজ্জামান-পিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি, জনাব মোবাশ্শিরা হাবীব খান, পিপিএম-সেবা মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে জনাব মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব), অফিসার ইনচার্জ, ডিবি (উত্তর), ঢাকা এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে, এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলাম পিপিএম এবং এসআই (নিঃ) মোঃ ফজলুল হক এর একটি চৌকষ টিম গত ১৮/০৩/২৪ ইং তারিখ রাত ১০ টা ৪০ মিনিটের দিকে সাভার থানাধীন জোড়পুল এলাকা হইতে আসামী ১। মোঃ আল আমিন (২২), পিতা-আলী আশরাফ, মাতা-জোসনা বেগম, সাং-পৈয়াবাড়ী,পোঃ-আজিজনগর, ইউপি-এলাহাবাদ, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা, ২। মোঃ মাসুদ (২৫), পিতা-মৃত আয়নাল হোসেন, মাতা-তাহমিনা আক্তার, সাং-আশরা (কেরানীবাড়ী), পোঃ- চান্দিনা,থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা, ৩। মোঃ কবির হোসেন (৩০), পিতা-মৃত হামিদুর রহমান, মাতা-কোহিনুর বেগম, সাং- মাগুড়া দক্ষিন পাড়া, থানা-নওঁগা, জেলা-নওঁগাদের নিকট হইতে একটি পিক-আপের মধ্যে রক্ষিত অবস্থায় সর্বমোট ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা এবং গাঁজা পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপসহ গ্রেফতার করিয়া হেফাজতে গ্রহন করেন।
উক্ত আসামীদের গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, দীর্ঘদিন যাবত তারা সাভার আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকা হইতে মাদকদ্রব্য গাঁজা সরবরাহ করিয়া ঘটনাস্থলসহ আশেপাশের এলাকায় বিক্রয় করিয়া থাকে, এই জব্দকৃত ৫০ (পঞ্চাশ) কেজি গাঁজা কুমিল্লা হইতে সরবরাহ করিয়া নওঁগার উদ্দেশ্যে যাইতেছিল বলিয়া স্বীকার করে।
উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) নিশ্চিত করেন।

Leave a Reply