তানোর পুলিশের অভিযানে জুয়ারী আটক

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জন জুয়ারীকে আটক করা হয়েছে। মঙ্গলবার আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গত ১৮ মার্চ সোমবার দিবাগত রাতে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিমের নির্দেশনায় এসআই আলতাফ হোসেন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার কামারগাঁ ইউপির মালশিরা গ্রামে অভিযান চালিয়ে চারজন জুয়ারীকে আটক করেন। আটককৃতরা হলেন উপজেলার কামারগাঁ ইউপির মালশিরা গ্রামের মৃত অমুল্য দাসের পুত্র রঘুনাথ দাস (৪৯), আব্দুস সাজসের পুত্র আতাউর রহমান (৩২), সালাউদ্দিন ভুট্টুর পুত্র নাঈম মন্ডল (২০) ও রঘুনাথপুর গ্রামের মৃত আব্দুর রহিমের পুত্র সইমুউদ্দীন (৪৮)।
এদিকে ঘটনাস্থল হইতে জব্দকৃত আলামত জুয়া খেলায় ব্যবহৃত তাস= ১০৪টি (একশত চার) (যাহার প্যাকেটের গায়ে ইংরেজীতে DON লেখা আছে), একটি সাদা প্লাস্টিকের চট, যাহার দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি, প্রস্থ ৩৮ ইঞ্চি, জয়া গোগা আসরে পড়ে থাকা জুয়া খেলার নগদ টাকা, যাহার পরিমান ২,২৭০/- (দুই হাজার দুইশত সত্তর) টাকা। যথাক্রমে (৫০০ X ৩) = ১৫০০/- টাকা, (১০০ X ৬) = ৬০০/- টাকা, (২০ X ৫) = ১০০/- টাকা, (১০X৬) = ৬০/- টাকা, (০৫ X ২) = ১০/- টাকা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *