শার্শায় দুটি ‘মোটরসাইকেলের সংঘর্ষে ১ জন নিহত ও দু’জন আহত হয়েছেন

আজিজুল ইসলামঃ
যশোরের শার্শায় দুটি মোটরসাইকেলর সাথে সংঘর্ষে মাহাবুর রহমান (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার অপর দুই সঙ্গী আলমগীর হোসেন ও মিলন হোসেন আহত হয়েছেন। মাহবুর রহমান ঝিকরগাছার কলাগাছি গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

সোমবার বিকালে যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালি বিজিবি চেকপোষ্টের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই তাদের উদ্ধার করে নাভারণ হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষনা করেন।

আহত আলমগীর হোসেন কলাগাছি গ্রামের মৃত হারুনর রসিদের ছেলে ও মিলন হোসেন আব্দুল মালেকের ছেলে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, যশোর-বেনাপোল মহাসড়কের আমড়া খালি বিজিবি চেকপোষ্টের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের অপর একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা দিলে তারা তিনজনই সড়কে ছিটকে পড়ে যায়। এসময় মাথায় আঘাত পেয়ে মাহাবুর রহমান ঘটনাস্থলে মারা যান। এতে বাকি দুজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন । এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *