মোংলা প্রতিনিধি।
মোংলার ঐতিহ্যবাহী চাঁদপাই পীর মেছেরসাহ্ (রঃ) দরবার শরীফে বাৎসরিক উরস মেলার নতুন করে সংযোজন হয়েছে আরো ৫ টি সিটি ক্যামেরা। মোংলার অন্যতম সেবা মূলক সংগঠন পি,ডি,এম ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী দিপঙ্কর মৃধা দীপু’র নিজেস্ব অর্থায়নে এ সিসি ক্যামেরা স্থাপন করা হয়। এর আগে ২০১৩ সালের বাৎসরিক (উরস) মেলায় দীপু মৃধা ৪ টি সিসি ক্যামেরা হযরত পীর মেছেরসাহ (রঃ) এর মাজার কমিটির নিকট হস্তান্তর করেন।
মোট ৯ টি সিসি ক্যামেরায় এবার অপরাধ দমনে কার্যকারী ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। তাছাড়া সিসি ক্যামেরা স্থাপনের ফলে এবার মেলায় অপরাধ মূলক কর্মকান্ড যেমন কিশোরগ্যাং’র ততপরতা, ছিনতাই, ইফটিজিং সহ নানা অপরাধ দমনে সর্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে কন্টল রুম থেকে। দিপু মৃধাকে ধন্যবান ও কৃতঞ্জতা জানিয়ে চাঁদপাই ইউপি চেয়ারম্যান ও মেলা আয়োজক কমিটির সভাপতি মোল্লা মোঃ তারিকুল ইসলাম জানান,
সিসি ক্যামেরা লাগানোর ফলে অপরাধ কমেছে এবং আস্তে অস্তে আরও কমবে। মেলায় কিশোর গ্যাং, বখাটেদের ভিড় সিসি ক্যামেরা লাগানোর পর তাদের ততপরতা দেখা যাচ্ছে না বলে চলে। কেউ কোনো অপরাধ ঘটালে তা সঙ্গে সঙ্গে সিসি ক্যামেরায় ধরা পড়ছে। মেলার মাঠের গুরুত্বপূর্ন পয়েন্টগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হহেছে। পুরো বিষয়টি নজরদারিতে রাখছেন কর্মকর্তারা। এর পাশাপাশি প্রশাসনের সাদা পোশাকেও নজরদারি চলছে।
মোংলার চাঁদপাই মেলায় পিডিএম ফাউন্ডেশনের একাধীক সিসি ক্যামেরা স্থাপন

Leave a Reply