এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা: সোমবার বেলা ১১ টায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে “হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি”র সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি বরিশাল -০২ আসনের সংসদ সদস্য বাংলাদেশের ওয়ার্ক পার্টির সভাপতি রাশেদ খান মেনন। সভায় হাসপাতালে ডাক্তার স্বল্পতা, পরিত্যক্ত ভবন স্থাপন, বর্তমান ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নিতকরনের জন্য প্রস্তাব নেয়া হয়। বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা, বানারীপাড়া ওয়াকার্স পার্টির সভাপতি অধ্যাপক মন্টু লাল কুন্ড, কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবুল খায়ের মাহমুদ। আলোচনার পূর্বে প্রোজেক্টরের মাধ্যমে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন প্রদর্শন করা হয়।#
এস মিজানুল ইসলাম ।।

Leave a Reply