মো. সেলিম মিয়া ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, তাঁর জীবন ও কর্মের উপর আলোচনা সভা ও দোয়া মাহফিল।
এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আলহাজ¦ আব্দুল মালেক সরকার এমপি, শরাফ উদ্দিন শর ভারপ্রাপ্ত চেয়াম্যান উপজেলা পরিষদ, সেলিনা আক্তার সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান,মুক্তিযুদ্ধো মাহতাব উদ্দিন । সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশর, শিক্ষাজীবন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে তার আপোষহীন নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। জাতির পিতার আদর্শ ধারণ করে দেশ সেবার প্রতি গুরুত্ব আরোপ করে বলেন এই দিবসটিকে জাতীয় শিশুদিবস হিসাবেও ঘোষণা করা হয়েছে তাই শিশুদের প্রতি সকল প্রকার নির্যাতন ও সহিংসতা বন্ধে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে এবং শিশুদের জন্য আমাদের বিবেককে সদাজাগ্রত রাখতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে দেশ গড়তে সবার প্রতি আহ্বান জানান।
ফুলবাড়ীয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

Leave a Reply