পানছড়িতে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ইফতার, বিরিয়ানি, বই ও শিক্ষা শিক্ষা সামগ্রী বিতরণ করলেন সাংবাদিক মিঠুন সাহা

খাগড়াছড়ি সংবাদদাতা ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলার পানছড়িতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের গাইড, শিক্ষাসামগ্রী ও রোজাদার মুসলিম পরিবারের মাঝে ইফতার ও বিরিয়ানি বিতরণ করেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক মিঠুন সাহা।

রবিবার (১৭ মার্চ) বিকাল ৩ টার সময় তালুকদার পাড়ায় তার নিজ বাড়ি থেকে ৩০ পরিবারের মাঝে এই সেবা কার্যক্রম করেন তিনি।

এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবসেবা ও শিক্ষা কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ও পল্লি চিকিৎসক ডা. মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. মতিউর রহমান জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উপলক্ষে রোজাদার মুসলিম পরিবার ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের গাইড, শিক্ষা সামগ্রী বিতরণ এর মতো এই মহতি ও মানবসেবা মূলক কাজের জন্য সাংবাদিক মিঠুন সাহাকে ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও জানান,সাংবাদিক মিঠুন সাহা অত্যন্ত ভালো ও মহৎ মনের মানুষ। তিনি সবসময় অসহায়, দুঃখী ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ান।

সাংবাদিক মিঠুন সাহা বলেন,বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এর জন্মগ্রহণ এর মধ্য দিয়ে এই বাংলাদেশের জন্ম হয়েছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে তার ডাকে সাড়া দিয়ে ছাত্র,কৃষক, বুদ্ধিজীবী সহ লক্ষ লক্ষ মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এবং নয় মাসের যুদ্ধে এই দেশ বিজয় লাভ করে। তার জন্মদিন উপলক্ষে এই মহতী কাজ করতে পেরে খুবই ভালো লাগছে।

তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *