জাতির পিতার সমাধিতে স্হানীয় সরকার মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতির শ্রদ্ধা নিবেদন

প্রেস বিজ্ঞপ্তিঃ
স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম এমপি টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেছেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্হানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির
মাননীয় সভাপতির একান্ত সচিব,মামুন হাসান প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান-স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শফিকুল ইসলাম এমপি ১৭ই মার্চ রবিবার দুপুরে জাতির পিতার সমাধি সৌধে ফাতেহা পাঠ করেন এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিয়োগান্তক ঘটনায় বঙ্গবন্ধুসহ শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *