ইসলামাবাদে মহিলা পদপ্রার্থী আয়েশা ছিদ্দিকা জনপ্রিয়তার শীর্ষে

ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে ইসলামাবাদ ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের
জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন মহিলা মেম্বার প্রার্থী আয়েশা ছিদ্দিকা।

জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান তরুণী সমাজসেবক হিসেবেও প্রশংসায় ভাসছেন।

জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষদের। করোনার এই মহা দুর্যোগে তিনি শুরু থেকে সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছেন।
তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
স্থানীয় সাধারণ জনগণ বলেন, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসছেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবহেলিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডের উন্নয়নের স্বার্থে তরুণী সমাজ সেবক আয়েশা ছিদ্দিকা কে মহিলা মেম্বার হিসেবে দেখতে চাই।

আয়েশা ছিদ্দিকা বলেন, ইসলামাবাদ ইউনিয়নের ১,২ও ৩ নং ওয়ার্ডের মানুষের সেবা করে যাচ্ছি। আমি আপনাদের সেবার দায়িত্ব নিয়েছি। যতদিন বেঁচে থাকব, এই সেবা করে যাব। ওয়াদা থেকে আমি কখনও পেছনে যাব না।

আমরা ছোট একটি ইউনিয়নে বসবাস করি। একে অপরকে চিনি। ভালো-মন্দ নিয়েই আমাদের এ ইউনিয়ন। সব পেশায়ই ভালো-মন্দ রয়েছে। তবে সবকিছুর মালিক আল্লাহ। তিনি বলেন, কেউ ভালো উদ্দেশ্য নিয়ে সৎপথে কাজ করলে তার রেজাল্ট পায়। আর খারাপ কাজ করলে তার শাস্তিও পায়।

মানুষের জন্য সবকিছুর আয়োজন করা আল্লাহরই দায়িত্ব। ভাগ্য নির্ধারণ করেন একমাত্র আল্লাহ। আর মানুষের দায়িত্ব হল কাজ করে যাওয়া। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, কাউকে ঠকিয়ে বা কারও সঙ্গে প্রতারণা করে পৃথিবীতে কেউ কোনো দিন ভালো থাকতে পারেনি। ইতিহাস বলে, কাউকে ঠকিয়ে কিছু সময়ের জন্য আনন্দে থাকা যায়। কিন্তু অন্যায়ভাবে কাউকে ঠকানো হলে তার রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আর এই বিষয়টি মনে রেখেই সকাল থেকে রাত পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি।

আমরা পৃথিবীতে সবাই এসেছি খালি হাতে, যেতেও হবে খালি হাতে। কিন্তু যদি ভালো কাজ করি, মানুষ যুগ যুগ ধরে মনে রাখবে। সারা জীবন প্রশংসা করবে। অপরদিকে খারাপ কাজ করলে তাকে গালিই দেবে। সবাইকে ইউনিয়ন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন কাজ করি, জনগণের জন্য কাজ করি। সবাই মিলে ইসলামাবাদ ইউনিয়ন কে গড়ে তুলি।

এলাকাবাসীর পাশে থেকে কাজ করাই আমার কর্তব্য। এখানে আমি ছোট থেকে বড় হয়েছি। জীবনের অনেক স্মৃতি আজও মনে পড়ে। তাই আমার এলাকার মানুষের জন্য যে কোনো ভালো কাজে আমি সর্বদা সহযোগিতা করব। আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছেন। এখন মানুষের কল্যাণে কাজ করতে চাই। মানুষের জন্য কাজের মধ্যে আমি তৃপ্তি খুঁজে পাই।

১নং ওয়ার্ডের টেকপাড়া, ২ নং ওয়ার্ডের পাঁহাশিয়াখালী, সিকদার পাড়া, ৩নং ওয়ার্ডের হিন্দু পাড়াসহ এলাকার প্রায় মুরব্বি, যুবসমাজ ও মহিলাদের মুখে আয়েশা ছিদ্দিকার বিকল্প নেই। অনেকের দাবী, সুস্থ নির্বাচন হলে ৮০% ভোট পেয়ে আয়েশা ছিদ্দিকা নির্বাচিত হতে পারে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *