আশুলিয়ার জামগড়া তিতাস গ্যাসের বাড়তি চুলার ছড়াছড়ি- প্রশাসন নিরব ভূমিকায়

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ ও বাড়তি চুলার ছড়াছড়ি, সংশ্লিষ্ট কর্মকর্তা রহস্যজনক ভাবে নিরব ভূমিকায় থাকার কারণে সরকারের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে।

এদিকে ঢাকার আশুলিয়ার জামগড়া দি রোজ গার্মেন্টস এর পশ্চিম পাশে নবাব আলীর বাড়িতে গত বৃহস্পতিবার অতিরিক্ত চুলা ও বকেয়া বিল এর কারণে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে, শুক্রবার বিল পরিশোধ না করে অবৈধ ভাবে তিতাসের ঠিকাদার রাসেলের মাধ্যমে, সেনেটারী মিস্ত্রি মাসুম কে দিয়ে ঝুঁকিপূর্ণভাবে লাইজার লাগানোর সময় ক্যামেরাবন্দি হয়।

সরকারি গ্যাস চোরদের গলাবাজি, চোরের মায়ের বড় গলা, অনিয়ম দুর্নীতিতে সাভার আশুলিয়ায় কোটি কোটি টাকা লোকসান হচ্ছে সরকারের।

প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল। অন্যদিকে তিতাস গ্যাস কোম্পানির কর্মকর্তা সাভার ও আশুলিয়ার অফিসের একজন অন্যজনকে দায় দিয়ে এড়িয়ে যান। এ ব্যাপারে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে। পর্ব-১।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *