আজমিরীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী পালন

আজমিরীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধি।।
আজমিরীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
১৭ মার্চ সকাল ৯টায় আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ আজমিরীগঞ্জ বানিয়াচং সাংসদ এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুহেল।
এরপর র‍্যালি, শেষে উপজেলা মিলনায়তনে
আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভেীমিক এর সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম এর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং আজমিরীগঞ্জ সাংসদ এডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল, বিশেষ উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মর্তুজা হাসান মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রানী সরকার ,সহকারী কমিশনার (ভুমি) মোঃ শফিকুল ইসলাম । আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহম্মদ এবং উপজেলা বিভিন্ন কর্মকতর্তাবৃন্দগন। এছাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, শিক্ষক, সাংবাদিক শিহাব উদ্দিন , বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ ছাত্রীরা এসময় উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *