দীর্ঘ ১৪ বছর পর পটুয়াখালীর রাঙ্গাবালী সদর ইউনিয়ন ছাত্রলীগের ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. সজরুল ইসলাম নয়নকে সভাপতি ও রেজওয়ান আহম্মেদ হৃদয়কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গত শুক্রবার (৮ মার্চ) রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক মো. রিয়াদ মৃধার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য বাংলাদেশ ছাত্রলীগ রাঙ্গাবালী সদর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন দেওয়া হলো।
এব্যাপারে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মু. সাইদুজ্জামান মামুন খান জানান, ‘উপজেলা ছাত্রলীগ সদর ইউনিয়নে ত্যাগীদের দিয়ে কমিটি গঠন করেছে। আওয়ামী লীগের সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষমতা এই কমিটি রাখে। তাদেরকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি।
উল্লেখ্য, ১৬ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে ৬ জনকে সহ-সভাপতি, ২ জনকে যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৬ জনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Leave a Reply