মহালছড়িতে মারমা উন্নয়ন সংসদের ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণা

(রিপন ওঝা,মহালছড়ি)

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে মারমা উন্নয়ন সংসদ মহালছড়ি উপজেলা শাখার সভাপতি হ্লাশিং মং চৌধুরী সভাপতিত্বে”শিক্ষা সংস্কৃতি উন্নয়ন” প্রতিপাদ্য থলিপাড়া ধর্মচক্র বৌদ্ধ মন্দির প্রাঙ্গনে ১৫ মার্চ ২০২৪ শুক্রবার মারমা উন্নয়ন সংসদ’র ত্রি-বার্ষিক সম্মেলন কমিটি অনুমোদন দেয়া হয়।

উক্ত ঘোষণাকৃত কমিটিতে সভাপতি হ্লাশিং মং চৌধুরী ও সাধারণ সম্পাদক কংজরি মারমা সর্বসম্মতভাবে মনোনীত হয়েছেন।
এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে মংনুপ্রু মারমা, সাংগঠিনক সম্পাদক পদে চাইহ্লা অং মারমা,সহ-সাংগঠনিক সম্পাদক পদে আলু অং মারমা, কোষাধ্যক্ষ পদে কংসজাই মারমা(অংসাচিং) মনোনীত হয়েছেন। ঘোষনাকৃত সাময়িক কমিটি পূর্ণাঙ্গ রুপে সাজিয়ে আগামী সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় কমিটির নিকট জমা দিয়ে অনুমোদন নেয়ার জন্যে অনুরোধ করা হয়।

উক্ত সম্মেলনে মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ক্যজরী মারমা, সাংগঠনিক সম্পাদক সাথোয়াইঅং মারমা, কার্যনির্বাহী সদস্য সুইনুপ্রু চৌধুরী স্বাক্ষরিত সাময়িক কমিটি ঘোষণা করা হয়।

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মারমা উন্নয়ন সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মংপ্রু চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ক্যাজরী মারমা, সাথোইঅং মারমা, অংগ্যাজাই মারমা, সিন্দুকছড়ি সাবেক ইউপি চেয়ারম্যান সুইনপ্রু চৌধুরী, সাংবাদিক চিংমেপ্রু মারমা, সাউপ্রু মারমা, নিয়ং মারমা, উগ্যজাই মারমা, মহালছড়ি বাজার চৌধুরী মংসুইপ্রু চৌধুরী, মমং মারমা বক্তব্য রাখেন।

এসময়ে বিশেষ অতিথি হিসেবে ২৫২নং থলিপাড়া মৌজার হেডম্যান কালাচান চৌধুরী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুইনুচিং চৌধুরী, সকল ইউনিয়ন হতে আগত কমিটির সদস্য/সদস্যাগণ উপস্থিত ছিলেন।

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে মংনুপ্রু মার্মা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন মারমা উন্নয়ন সংসদ, মহালছড়ি উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রিপ্রু মারমা (বিটু), বর্তমান কমিটির সাংগঠনিক কার্যক্রমের উপরে রিপোর্ট উপস্থাপন করেন কংজরী মারমা।

প্রসঙ্গত যে, এই “মারমা উন্নয়ন সংসদ” প্রতিষ্ঠাতা চাবাই মগ’র ঐকান্তিক প্রচেষ্টার খাগড়াছড়িতে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করা হয় এবং আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পূর্বে পবিত্র গ্রন্থ ত্রিপিটক পাঠ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *