বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা।। বৃহস্পতিবার ১৪ মার্চ বেলা ১১ টায় ব্রাক মাইগ্রেশন প্রোগ্রাম, ইম্পুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্ন মাইগ্রেশন(প্রত্যাশা-২) প্রকল্পের “প্রবাস বন্ধু ফোরাম” এর সভা চাখার ব্রাক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে বিদেশ ফেরত বিভিন্ন অসহায় ব্যক্তির সহায়তার বিষয়ে আলোচনা করেন, ব্রাকের দেবানন্দ মন্ডল এম.আর.এস.সি কো-অর্ডিনেটর, মো: তানভীর আহমেদ, সেক্টর স্পেশালিষ্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন, এম আর এস সি, মো: শোভন খান প্রোগ্রাম অর্গানাইজার, বানারীপাড়া, এস মিজানুল ইসলাম, মোঃ শাজাহান, নাজমীন জাহান পলি প্রমূখ।
আলোচনা শেষে বানারীপাড়া “প্রবাস বন্ধু ফোরাম” এর কমিটি গঠন করা হয়। ফোরামের সভাপতি বাকপুর ইউপি চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান, সহ-সভাপতি নারীনেত্রী নাজমিন জাহান পলি, সাধারণ সম্পাদক বানারীপাড়া এনজিও সমন্বয় পরিষদ সম্পাদক ও সাংবাদিক এস মিজানুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাবেক কলেজ শিক্ষক মোঃ শাজাহান, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক মোঃ রেজাউল ইসলাম বেলাল, সদস্য এমআরএসসি(ব্রাক) দেবানন্দ মন্ডল প্রমূখ সহ ১৫ সদসের কার্যকরী কমিটি গঠন করা হয়। #
বানারীপাড়ায় ব্রাকের “প্রবাস বন্ধু ফোরাম” এর কমিটি গঠন।। সভাপতি মোঃ সিদ্দিক সম্পাদক এস মিজান

Leave a Reply