ষ্টাফ রিপোর্টার: কারো বাবা নেই, কারো নেই মা। আবার অনেকের নেই দুইজনই। এদের অনেকেই এখনও জানে না মা-বাবার সংজ্ঞা। তাদের ঠাঁই হয়েছে এতিমখানায়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষকদের কাছেই তারা মা, বাবার মায়া, মমতা অনুভব করে। এই মা, বাবা হারানো এতিম শিশু, কিশোর শিক্ষার্থীদের নিয়ে মেঝেতে বসে একসাথে ইফতার করেছেন ময়মনসিংহের ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ।
তিনি বৃহস্পতিবার (১৪মার্চ) উপজেলার ভরাডোবা ইউনিয়নের ক্লাবের হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার প্রায় ৩শতাধিক এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করেন।
ইফতারের আগে তিনি এতিম শিক্ষার্থীদের সাথে কথা বলে লেখাপড়া, পরিবার, খাবারের মানসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এসময় এতিম শিক্ষার্থীরাও বেশ উৎফুল্ল মনে ওসির সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করতে দেখা যায়। এসময় মাদরাসার মহাপরিচালক,শিক্ষকগণ উপস্থিত ছিলেন। পরে নিজস্ব অর্থায়নে মাদরাসার এতিমখানার উন্নয়ন কর্মকাণ্ড করার ব্যবস্থা করবেন বলে ঘোষণাও দেন ভালুকার ওসি।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ. কামাল আকন্দ জানান, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঞা মহোদয়ের নির্দেশনায় ও ভালুকা মডেল থানার ওসি হিসেবে এখানকার এতিমদের খোঁজ খবর নেয়ার দায়িত্ববোধ থেকে আমি এতিমদের সাথে ইফতার আয়োজনে মিলিত হয়েছি। তাদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে, তারা ভালো আছে। ভালোভাবে পড়াশোনা করছে।

Leave a Reply