প্রেস বিজ্ঞপ্তি
সৈয়দপুর, নীলফামারী তে বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৭টি প্রতিষ্ঠানকে ২৮,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসন, সৈয়দপুর, নীলফামারী এর উদ্যোগে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। উক্ত ভ্রাম্যমাণ আদালতে নিম্নোক্ত প্রতিষ্ঠানে জরিমানা করা হয়:
১. মেসার্স হিরো স্টোর, করিম মোড়, সৈয়দপুর, নীলফামারীতে মোড়কজাত সনদ ব্যতিত পন্য বিক্রয়/পরিবেশন করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ৪০০০/- টাকা জরিমানা করা হয়।
২. মেসার্স সুলতান ট্রেডার্স, শহিদ জিকরুল হক রোড, সৈয়দপুর, নীলফামারীতে মোড়কজাত সনদ ব্যতিত পন্য বিক্রয়/পরিবেশন করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ৩০০০/- টাকা জরিমানা করা হয়।
৩. মেসার্স আমান স্টোর, শহিদ জিকরুল হক রোড, সৈয়দপুর, নীলফামারী তে মোড়কজাত সনদ ব্যতিত পন্য বিক্রয়/পরিবেশন করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ২০০০/- টাকা জরিমানা করা হয়।
৪. মেসার্স আবিদ স্টোর, শহিদ জিকরুল হক রোড, সৈয়দপুর, নীলফামারীতে মোড়কজাত সনদ ব্যতিত পন্য বিক্রয়/পরিবেশন করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ৪০০০/- টাকা জরিমানা করা হয়।
৫. মেসার্স হোমায়রা স্টোর, ইসলামবাগ সৈয়দপুর, নীলফামারী তে মেয়াদ উত্তীর্ন পন্য বিক্রয় করায় ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫১ ধারায় ৪০০০/- টাকা জরিমানা করা হয়।
৬. মেসার্স লাকী ট্রেডার্স, শহিদ জহুরুল হক রোড, সৈয়দপুর, নীলফামারীতে মোড়কজাত সনদ ব্যতিত পন্য বিক্রয় /পরিবেশন করায় ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ২৪(১)/৪১ ধারায় ১০০০/- টাকা জরিমানা করা হয়।
৭. মেসার্স সনু স্টোর, সৈয়দপুর, নীলফামারীতে অনুমোদন বিহীন মেহেদি বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫২ ধারায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
উক্ত প্রতিষ্ঠানগুলি থেকে মেয়াদ উত্তীর্ন ও অনুমোদন বিহীন পন্য জব্দ করা হয় এবং উপজেলা ভূমি কার্যালয়ে সকলের উপস্থিতিতে জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন সৈয়দপুর উপজেলা এর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম। উক্ত ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটিং হিসাবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস রংপুর এর পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ: মোঃ আহসান হাবীব এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ: মোঃ তাওহিদ আল আমিন ও সৈয়দপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আলতাফ হোসেন সরকার।
জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply