শোক সংবাদ

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি ।
পিরোজপুরের স্বরূপকাঠির বিশিষ্ট সমাজ সেবক মো. মহিবুল্লাহ ও সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতিকুল্লাহর মা এবং স্বরূপকাঠির বিশিষ্ট ব্যবসায়ী মৃত আব্দুল হাকিম হাওলাদারের স্ত্রী রাবেয়া খাতুন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। বুধবার দুপুর সোয়া একটার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৬ নং ওয়ার্ডের জগন্নাথকাঠিস্থ নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল দশটায় জগন্নাথকাঠি বন্দর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমার বড় ছেলে মো. মহিবুল্লাহ। তার মৃত্যুতে পিরোজপুর-২ আসনের সংসদসদস্য মো. মহিউদ্দিন মহারাজ, সাবেক এমপি অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলাম, পৌর মেয়র গোলাম কবির সহ বিশিষ্টজনেরা গভীর শোক প্রকাশ করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *